
“ভালো কাজ যেদিন করতে পারবো, সেদিন ফুল দিও”
আজ ১৬ এপ্রিল ২০২৫, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বীর প্রতীক ফারুক ই আজম মেহেরপুরে আগমন করেন। তার এই সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।
জেলা প্রশাসক সিফাত মেনহাজ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। শহরে প্রবেশের সঙ্গে সঙ্গেই গাড়িবহর থেকে নেমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গেলে তিনি বলেন—
“আমি তো ফুল নিই না। ভালো কাজ যেদিন করতে পারবো, সেদিন ফুল দিও।”
এই কথাটি শুধু উপস্থিত জনতাকেই নয়, পুরো জেলার মানুষকেই ছুঁয়ে গেছে। এমন বিনয়, এমন মনোভাব একজন মুক্তিযোদ্ধারই হতে পারে — যিনি সম্মান চান কাজে, কথায় নয়।
বীর প্রতীক ফারুক ই আজমের এ সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বক্তব্যটি শেয়ার করে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।