
বাংলাদেশে প্রথমবারের মতো বিয়ে ও তালাক নিবন্ধন হবে অনলাইনে! হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সরকার ‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ সংশোধন করে খুলে দিয়েছে ডিজিটাল দরজা— এখন থেকে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতির পাশাপাশি, অনলাইনেও হবে নিকাহ ও তালাক রেজিস্ট্রেশন। সম্প্রতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে এই সংশোধনের ঘোষণা দিয়ে। মূল লক্ষ্য—আইনি জটিলতা দূর করে, বিয়ে ও তালাককে সহজ, স্বচ্ছ ও আধুনিক করা। অনলাইন নিবন্ধনের জন্য ফি দেওয়া যাবে ডিজিটাল মাধ্যমে, আর প্রয়োজনীয় স্বাক্ষর কিংবা টিপসইও দেওয়া যাবে নির্ধারিত ডিজিটাল পদ্ধতিতে। এতে করে দেশের যেকোনো প্রান্ত থেকেই এখন এই সেবাটি পাওয়া সম্ভব হবে! এ যেন সত্যিকার অর্থে একটি নতুন যুগের সূচনা! আপনার কী মত? এই নতুন ডিজিটাল পদক্ষেপ কি আপনার জীবনকে সহজ করবে?